আসসালামু আলাইকুম, অযান্ত্রিক যানবাহন যেমন রিক্সা, ভ্যান ইত্যাদির লাইসেন্স এর জন্য কর্তৃপক্ষের আবেদন করতে হয় । কর্তৃপক্ষ মোট আবেদনকারীদের মধ্যে হতে লটারীর মাধ্যমে সীমিত সংখ্যক আবেদনকারী বাছাই করে তাদের লাইসেন্স দিবে । আবেদনকারীরা ১০০ টাকা মূল্যে আবেদনপত্র ক্রয় করে । আমার প্রশ্ন হলো এ ধরনের লটারীর মাধ্যমে আবেদনকারী বাছাই করে লাইসেন্স দেয়া কি জায়েজ? জাযাকাল্লাহু খাইরন