হযরত আমি সরকারি একটি বাড়ি একটি খামার প্রতিষ্ঠানে চাকরির যেখানে প্রতিষ্টানের 49% টাকা সদস্যদের টাকা 51% হলো সরকারের । আমি কম্পিউটার অপারেটর পোষ্ঠে চাকরি করি । আমার প্রশ্ন হলো এই প্রতিষ্টানে চাকরি করা জায়েক কিনা?
উত্তর
আপনার প্রশ্নের তথ্য থেকে না জায়েজ হওয়ার কোন কারণ তো দেখছি না। তবে আরো বিস্তারিত লিখে প্রশ্ন করলে ভালো হয়। যেমন, সুদের কোন বিষয় এখানে আছে কি না সেটা উল্লেখ করে প্রশ্ন করা।