As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4737

যাকাত

প্রকাশকাল: 18 Jan 2019

প্রশ্ন

কোনো মেয়ে যদি যিনা থেকে বাঁচতে,বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করে তাহলে কি সে বিয়ে বৈধ হবে?পরিবারে বললে তারা এখন বিয়ের ব্যবস্থা করবেনা। তাই যেন থেকে বাঁঁচতে করা এই বিয়েকি জায়েজ হয়েছে?

উত্তর

খুবই দু:খজনক সত্য হলো, আমাদের সমাজ ব্যবস্থায় বিবাহ কঠিন আর ব্যাভিচার সহজ। ব্যভিচারের সমস্ত পথ খুলে দিয়ে পরিবারগুলো মেয়েদের বিবাহ যথা সময়ে দিচ্ছে না। বিবাহের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার বিষয়টি পিতা-মাতাকে যথাযথ বুঝাতে পারলে আশা করি তারা বিবাহের ব্যবস্থা করবেন। একদল গবেষক আলেমের মতে প্রাপ্তবয়স্ক মেয়েরা অভিভাবকের অনুমতি ছাড়াও বিবাহ করতে পারে। তবে যৌবনের তাড়নায় উঠতি বয়সি ছেলে-মেয়েরা বিবাহের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত দিতে পারবে না তাই সুন্নাহর ভিত্তিতে অভিভাবকের অনুমতি ছাড়া মেয়েদের বিবাহে বসা নিষিদ্ধ বলেছেন অধিকাংশ আলেম।