As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4736

বিবিধ

প্রকাশকাল: 17 Jan 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শায়েখ,
রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি জেনেশুনে নিজের পিতাকে ছাড়া অন্য কাউকে পিতা বলে দাবি করে, তার জন্য জান্নাত হারাম। (বুখারি : ৪৩২৬)
আমি আমার বাবা মায়ের একজন পালক সন্তান। আমার জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড এবং সার্টিফিকেট সহ সব কিছু পালক পিতা মাতার নামে, এখন এগুলো ব্যাবহার করে চাকরি সহ প্রয়োজনীয় কাজ করা যাবে কি?
দয়া করে জানাবেন। বিঃদ্রঃ আমার আসল পরিবারের সাথে আমার যোগাযোগ রয়েছে। (পালক পরিবারে মা আছেন, বাবা মারা গেছেন 2010সালে)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মানুষের কাছে পরিচয় পেশ করার ক্ষেত্রে আপনার আসল পিতা-মাতার নাম বলবেন। আর যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার কাগজপত্রগুলোকে সংশোধন করে নিজের মূল-পিতামাতার নামে করে নিন। যতদিন কাগজপত্র সংশোধন না করতে পারেন বা যদি সংশোধন করা আদৌ সম্ভব নয় হয় তাহলে আশা করি বর্তমানের কাগজপত্র ব্যবহার করে চাকরীসহ প্রয়োজনীয় কাজ করলে আপনি গুনাহগার হবেন না। তবে অনিচ্ছাকৃত ঐ ভুলের জন্য আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করবেন।