As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4731

যিকির দুআ আমল

প্রকাশকাল: 12 Jan 2019

প্রশ্ন

বাড়িতে অনেক সময় মহিলারা ১০হাজার,৫০হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ্ পড়ে যাকে খতম বলে। কেন পড়ে জানিনা। এই খতম পড়া বা এাভবে সংখ্যা হিসেবে পড়া কি ঠিক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এগুলো কুসংস্কার, বিদআত। এভাবে খতম করার শরয়ী কোন ভিত্তি নেই। এগুলো বাদ দেয়া আবশ্যক। লা ইলাহা ইল্লাল্লাহ্ পড়া সর্বোত্তম জিকির। যখন ইচ্ছা, যতবার ইচ্ছা পড়বে।নির্দিষ্ট সংখ্যাকে লক্ষ্য বানিয়ে খতম করার প্রয়োজন নেই।