As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4730

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 11 Jan 2019

প্রশ্ন

পিতা – মাতা সন্তানকে কি সারাজিবন দেখাশুনা করবে? সন্তান সাবালক হওযার পর সনতান নিজের মত করে ব্যক্তিগত জীবন পরিচালনা করতে পারবে কি? যেমন সে কি চাকরি করবে, কথায় থাকবে, তার সম্পদ কিভাবে খরচ করবে …

উত্তর

জ্বী, সন্তান সাবালেক হওয়ার পর নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার এবং নিজের টাকা পয়সা স্বাধীনভাবে খরচ করার অধিকার সন্তানের আছে। তবে সর্বক্ষেত্রে পিতা-মাতার সাথে পরামর্শ করা ভালো, যাতে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সন্তান দুনিয়া ও আখেরাতে সফল হতে পারে। মেয়ে হলে অবশ্যই বিবাহের ক্ষেত্রে পিতা-মাতার অনুমতির প্রয়োজন। সন্তান সাবালক হওয়ার পর সন্তানের লালন-পালনের ভার পিতা-মাতার উপর ফরজ নয়। তবে মানবিক কারণে পিতা-মাতাকে অবশ্যই তাদের সন্তানদের সুখ-দু:খের প্রতি খেয়াল রাখা জরুরী।