As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 473

যাকাত

প্রকাশকাল: 17 May 2007

প্রশ্ন

আমার সালাম নিবেন। হুজুর আমার প্রশ্ন। কোন ব্যাক্তি সরকারী চাকুরীর পর যে প্রভিডেন্ট ফান্ড এর টাকা পান, তা যদি পেনশন স্কেলে সরকারী বা বেসরকারী ব্যাংক এ রেখে প্রতি মাসে মুনাফা উঠান। ব্যাংক থেকে উত্তলিত মাসিক মুনাফার টাকাতে তার সংসার চলে। তিনি বছর শেষে ব্যাংক এ রক্ষিত টাকার উপর যাকাত ও দেন । আমার প্রশ্ন। সেই ব্যাক্তির এই টাকা কি হালাল হবে নাকি সুদ হবে? যেহেতু এটা পেনশন এর টাকা আর সরকারী পেনশন স্কেলেই ব্যাংক এ রাখা আছে। আমার দ্বিতীয় প্রশ্ন হলোঃ তার এই জমানো ব্যাংক এর টাকার উপর যদি যাকাত দেয় সেই যাকাত কি হবে?
হুজুর এই ধারার উপর কিছু মতভেদ আমি পেয়েছি তাই আপনার কাছে সবিনয়ে জানতে চেয়েছি। আপনি একটু কোরআনের আর হাদিসের আলোকে বললে আমারা খুব উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এভাবে টাকা রেখে তার থেকে প্রাপ্ত মুনাফা সুদ । সুতরাং এভাবে মুনাফা নেয়া যাবে না। আর মূল টাকার উপর অবশ্যই যাকাত দিতে হবে।