সালাতের জামাতে ফাঁকা হয়ে দাঁড়ানো যাবে না। অবশ্যই কাতার পূর্ণ করে দাঁড়াতে হবে। আব্দুল্লাহ ইবনে উমার থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমরা নামাযে কাতার বদ্ধ হও, কাঁধগুলো সোজা করো, ফাঁকা জায়গা পূর্ণ করো, তোমাদের ভাইদের প্রতি কোমল হও, শয়তানের জন্য কোন ফাঁকা জায়গা রেখো না। যে ব্যক্তি কাতার পূর্ণ করবে আল্লাহ তাকে পূর্ণ করে দিবেন, আর যে কাতার ছিন্ন করবে আল্লাহ তাকে ছিন্ন করে দিবেন। সুনানু আবু দাউদ, হাদীস নং ৬৬৬। হাদীসটি সহীহ। عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : (أَقِيمُوا الصُّفُوفَ ، وَحَاذُوا بَيْنَ الْمَنَاكِبِ ، وَسُدُّوا الْخَلَلَ ، وَلِينُوا بِأَيْدِي إِخْوَانِكُمْ ، وَلَا تَذَرُوا فُرُجَاتٍ لِلشَّيْطَانِ ، وَمَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللَّهُ ، وَمَنْ قَطَعَ صَفًّا قَطَعَهُ اللَّهُ
তোমরা নামাযে কাতার বদ্ধ হও, কাঁধগুলো সোজা করো, ফাঁকা জায়গা পূর্ণ করো, তোমাদের ভাইদের প্রতি কোমল হও, শয়তানের জন্য কোন ফাঁকা জায়গা রেখো না। যে ব্যক্তি কাতার পূর্ণ করবে আল্লাহ তাকে পূর্ণ করে দিবেন, আর যে কাতার ছিন্ন করবে আল্লাহ তাকে ছিন্ন করে দিবেন। সুনানু আবু দাউদ, হাদীস নং ৬৬৬। সুতরাং কাতার পূর্ণ না করলে নামাযের পরিপূর্ণ সওয়াব কিছুতেই পাওয়া যাবে না, নামায মাকরূহ হবে। তবে ফরজ আদায় হয়ে যাবে।