প্রশ্ন – তাহাজ্জুদের পরে মোনাজাত করার অবস্থায় যদি ফযরের ওয়াক্ত হয়ে যায় তাহলে কি মোনাজাত শেষ করতে হবে? নাকি আরো করা যাবে?
প্রশ্ন – আমি একটি শপিং মলে জব করি, যেখান নামাজের জায়গার কোন ব্যবস্থা নেই। তাই এক কর্নারে জায়নামাজ বিছায়ে বসে সালাত আদায় করি। এভাবে কি নামাজ হচ্ছে? অযুর খেত্রে শুধু পা মোজার ওপর থেকে মাসাহ করি যেহেতু অজুর ও ব্যবস্থা নাই। অজু কি হচ্ছে?