As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4703

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 Dec 2018

প্রশ্ন

Assalamu Alikum Orahmatullah আমার জমি থেকে বছরে 2-3 টি ফসল হয়। এখন ঐ ফসল বিক্রির টাকা দিয়ে যাবতীয় সংসারিক খরচ চলে। জানার বিষয় হল, ঐ ফসল যখন ওঠায় তখন ওষর আদায় করি,কিন্তু বছর শেষে দেখা গেল ঐ ফসল বিক্রিত টাকার পরামান সহিবে নেসাবের সমান থেকে বেশি, এখন এই ফসলবিক্রিত টাকার কি পুনরায় যাকাত দিতে হবে? যদিও পূর্বে আমি ওশর দিয়েছি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে বছর ফসলের যাকাত দিয়েছেন সে বছর আর ফসল বিক্রি করার টাকার যাকাত দিতে হবে না। পরের বছর ঐ টাকার যাকাত দিবেন, যদি নিসাব পরিমাণ হয়ে থাকে।