As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4700

ঈমান

প্রকাশকাল: 12 Dec 2018

প্রশ্ন

প্রায় ফেসবক অথবা ইউটিউব ভিডিও তে দেখা যায় ইসলামের কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকলে ঈমান থাকে না। আমার ইলম দূর্বল, প্রায় কিছু বিষয় নিয়ে অন্য চিন্তা আসে,মনে আসে জান্নাত নাই এসব আরো কিছু,সন্দেহ জাগে কিছু বিষয় নিয়ে সাথে সাথে ভুলে যাওয়ার চেষ্টা করি। আবার শয়তান ওয়াসওয়াসা দে আমার ইমান নাই, আর মাঝে মাঝে এমন লাগে আমি নিজেই এসব ভাবতেসি, সন্দেহ করতেসি – আমার লাগে আমার ইমান নাই। -এখন কি কাফির হয়ে যায় এমন হলে?
আবার অনেক বাজে চিন্তা আসে যা বলার মত না,বামে থু থু দেই। অনেক ভয়ে থাকি, আমার জন্য দোয়া করবেন। আর এই সমস্যা জন্য কি করা যায়?

উত্তর

আপনি কুরআন তেলাওয়াত এবং কুরআনের অনুবাদ পড়া বাড়িয়ে দিন। সব সময় কোন কাজে ব্যস্ত থাকার চেষ্টা করুন, যাতে এসব চিন্তা মাথায় আসার সুযোগ না পায়। আর বেশী বেশী আউযবিল্লাহি মিনাশ শায়ত- নিররজীম পড়বেন। আল্লাহর কাছে ঈমানের উপর অটুট থাকার দুআ করবেন। ফেসবুক বা এ জাতীয় গুনাহের উৎস থেকে বিরত থাকুন।