আসসালামু আলাইকু,স্যার আপনার মতামতের জন্য একটি জরুরী বিষয় তুলে ধরলাম দয়া করে কুরআন, হাদিসের আলকে মতামত দিবেন ! যদি কেও বা কারো দর্শন বলে যে, কালিমা তয়াবা লা ইলাহা ইল্লা আল্লাহ এর সাথে মুহাম্মাদুর রাসুল উল আল্লাহ পড়লে শিরক হবে তাহলে কি করনীয়?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। এপর্যন্ত কোন ব্যক্তি এবং কারো দর্শন এধরনের কথা বলেনি এবং কালেমায়ে তায়্যিবায় লা ইলাহা ইল্লা আল্লাহ এর সাথে মুহাম্মাদুর রাসুল উল আল্লাহ পড়লে শিরক হবে এধরনের কোন ঈঙ্গিত কোরআন হাদীসে কোথাও নেই। এক্ষেত্রে আপনার উচিৎ হল, উনি যেই রাজনৈতিক দলের ভক্ত সেই দলের কোন আলেমকে বিষয়টি অবহিত করে তাকে বোঝানের চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমীন।