আসসালামু আলাইকুম পনির ও মজারেলা পনির তৈরীতে রেনেটা নামক উপাদান ব্যবহার করা যায় যেটা প্রানীর দেহ থেকে নেওয়া । কিন্তুু আমরা জানি না কোন প্রানী থেকে এটা নেয়া হয় এবং ঐ প্রানীটি কি হালাল উপায়ে জবেহ করা কিনা । এক্ষেত্রে এরুপ খাদ্য খাওয়ার বিধান কি?
উত্তর
উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি এই খাদ্যকে হালাল বলে ঘোষনা দেয় তাহলে খেতে কোন সমস্যা নেই। এছাড়া যদি উক্ত খাদ্য হালাল খাদ্য হিসেবে মুসলিম সমাজে প্রচলিত থাকে তাহলে খাওয়া জায়েজ হবে, আমরা ধরে নিবো হালাল পশুকে হালাল উপায়ে জাবেহ করে এই উপাদান সংগ্রহ করেছে। তবে যদি নিশ্চিত জানা যায় হারাম পশুর কোন পদার্থ এখানে মিশ্রিত আছে তাহলে খাওয়া জায়েজ হবে না।