As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4684

হালাল হারাম

প্রকাশকাল: 26 Nov 2018

প্রশ্ন

কিছু নামিদামি শিল্পীর গানের সুর নকল করে বাদ্যযন্ত্র ব্যবহার ছাড়া ভালোকথা, আল্লাহর কথা, নবী রাসূলের কথা মিশিয়ে গান বানানো হয়। এবং সে সব গানে বাদ্যযন্ত্র ব্যবহার ছাড়া মুখ দিয়ে এক ধরনের মিউজিক তৈরি করে ব্যাকগ্রাউন্ডে ব্যাবহার করা হয়। সেই সব গান শুনা কি হালাল?

উত্তর

এই ধরণের গান শোনার দরকার নেই। যদি কোন ধরণের হারাম গান নকল করা ছাড়া এবং বাদ্য জাতীয় কোন অঙ্গভঙ্গি না করে, ভালো কথার গান-গজল হয় সেগুলো শুনবেন।