কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নয়, এমনিতে কোনো কাজ করার সময় মাথা যদি নিচু করতে হয় এবং সামনে যদি কোন ব্যক্তি থাকে তাহলে কি তাকে সিজদা করা হয়? চুল কাটার সময় অনেক সময় নাপিত আমাদের মাথা নিচু করে নেয় তখন কি নাপিত কে সিজদা করা হয়?
উত্তর
না, এভাবে মাথা নীচু করলে কাউকে সাজদা দেওয়া হয় না। নাপিতকেও সাজদা করা হয়।