না, কারো থেকে কিছু চাইলেই সেট শিরক নয়। সাধারণভাবে বলা যায়, যে জিনিস মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় সেগুলো মানুষের কাছে চাওয়া শিরক। যেমন, কারো কাছে জান্নাত চাওয়া, সন্তান চাওয়া, শক্তিশালী করে দিতে চাওয়া। আবার যেগুলো মানুষ দিতে পারে সেগুলোও মানুষের অনুপস্থিতিতে চাওয়া, এই বিশ্বাসে যে, সে দূরে থেকেও আপনার কথা শুনতে পাচ্ছে এগুলো শিরক। যেমন, আপনি পুকুরে পড়ে গিয়েছেন তখন আপনি কোন মানুষের কথা স্মরণ করে বললেন, হে অমুক! আমাকে পানি থেকে উদ্ধার করো, এটা শিরক। তবে উপস্থিত কোন মানুষকে আপনি উদ্ধার করতে বললে সেটা শিরক নয়।