As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4671

হালাল হারাম

প্রকাশকাল: 13 Nov 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ, আমি আগে ক্রিকেটার হওয়া সপ্ন দেখতাম ইচ্চা ছিল প্রপেশনাল ক্রিকেটার হবো কিন্ত শায়েখ মনজুর রহমান ইলাহী আলোচনা সুনে বুঝতে পারলাম প্রপেশনাল ভাবে ক্রিকেট খেলে টাকা ইনকাম করা হারাম, উচিত নয় এর সাথে অনেক হারাম জড়িত আছে। । এখন প্রশ্ন হলো আমার ক্রিকেট খেলার পেড/ব্যাট সব কিছু আছে এইগুলা কি করবো আমি? কারও কাছে বিক্রি করতে পারবো কি? হালাল হবে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে খেলা হারাম, তার সরঞ্জামাদি ক্রয়-বিক্রয়ও হারাম। তবে পেশা হিসেবে নয় বরং শরীর চর্চার উদ্দেশ্যে কেউ এগুলো ব্যবহার করলে তার কাছে বিক্রয় জায়েজ হবে।