As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4668

বিবাহ-তালাক

প্রকাশকাল: 10 Nov 2018

প্রশ্ন

আমার আত্মীয়ের প্রশ্ন:
১। পাত্রী হিসেবে একজন পুলিশ কনস্টেবল কে বিয়ে করা ইসলামের দৃষ্টি তে কেমন জানাবেন?
২। পাত্রের আগেও বিয়ে হয়েছিল। বিয়ের কিছু দিন পরেই কারনবশত স্ত্রীকে তালাক দিতে হয়। বর্তমান পাত্রের শুধু মা আছেন। পাত্র ইঞ্জিনিয়ার বলে মাকে দেখা শুনা করতে পারছেন না;কেননা তাকে কন্সট্রাকশন সাইটে থাকতে হয়। এমতাবস্থায় তার জন্য কেমন পাত্রী নির্বাচন করা উচিত?

উত্তর

আপনার কি মনে হচ্ছে পুলিশ পাত্রীকে বিয়ে করলে ঐ বউ ইঞ্জিনিয়ার পাত্রের মাকে যথাযথ দেখাশোনা করবে? বা আদৌ করবে কি না? আমার তো মনে হয় যথাযথ তো দূরের কথা আদৌ করবে না। একজন ধর্মপালনকারী মধ্যবিত্ত পরিবারের মেয়ে তার জন্য উপযোগী। তাছাড়া সহীহ হাদীসে আছে পুরুষের বেশ ধারণকারী কোন মহিলার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না। সুনানু নাসায়ী, হাদীস নং ২৫৬১।