রাহে বেলায়েত বইতে এক এক জিনিস এর উপর একাধিক দুয়া এবং যিকর বিদ্যমান। যেমন: রুকুত একাধিক দুআ সেজদায় একাধিক দুআ মসজিদে প্রবেশ এবং বাহির হওয়ার দুআ ইত্যাদি। এখন আমার প্রশ্ন হলো একজায়গায় কি একাধিক দুআ একসাথে পড়লে কোনো সমস্যা আছে নাকি যেকোনো একটা পড়তে হবে?