As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4666

হালাল হারাম

প্রকাশকাল: 8 Nov 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। শায়েখ,
আমি একজন ছাত্রীকে প্রাইভেট পড়ায়। পড়ানোর সময় ছাত্রীর মুখমণ্ডল ও হাতের কব্জি বাদে সম্পূর্ণ দেহ আবৃত থাকে। এভাবে প্রাইভেট পড়ানো জায়েজ হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালমা। দেহের পর্দার সাথে মনের পর্দাও রক্ষা করা জরুরী। এভাবে দেহের পর্দা কিছুটা রক্ষা হলেও মনের পর্দা রক্ষা হবে না। প্রকাশ্য শত্রু শয়তানে সব সময় ধোকা দিতে থাকবে। অনবরত ধোকার মধ্যে থেকে গুনাহের কাজে জড়িয়ে পড়া খুবই স্বাভাবিক। সুতরাং এখনই এই পড়ানো বাদ দেওয়া জরুরী।