As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4652

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 Oct 2018

প্রশ্ন

আস্সালামু আলাইকুম। আমি ও আমার স্বামী এতটি সুদভিত্তিক ব্যাংকে আইটি বিভাগে চাকুরি করি। আমাদের কাজ ব্যাংকের ডাটাবেইজ ও নেটওয়ার্ক সাপোর্ট দেয়া। আমাদের কাজ ও বেতন কি হালাল হবে? উত্তর দিলে উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হররত জাবরে রা. বলনে, لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ র্অথ: রাসূলুল্লাহ সা. সুদ গ্রহীতা, সুদদাতা, লেখক, সাক্ষীদ্বয় প্রত্যকেরে উপর লানাত ( অভিশাপ) দিয়েছে এবং বলছেন, পাপের দিক থেকেসবাই সমান। সহীহ মুসলমি, হাদীস নং৪১১৭। এই হাদীসের ভিত্তিতে ব্যাংকের ডাটাবেইজ ও নেটওয়ার্ক সাপোর্ট দেয়া কাজটি সাক্ষী দেওয়ার অন্তর্ভূক্ত। আর ব্যাংকের সাথে সংশ্লিষ্ট সবার বেতনের টাকার সিংহভাগ বা পুুরোপুর সুদ থেকে আসে। এই সব কারণে সুদভিত্তিকে ব্যাংকে চাকুরী করা জায়েজ হবে না, এখান থেকে উপার্জিত অর্থও হালাল হবে না। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩। আপনারা আল্লাহকে ভয় করে এই চাকুরী ত্যাগ করলে অবশ্যই আল্লাহ আপনাদের রিজিকের পথ বের করে দিবেন। আমরা আপনাদের জন্য দুআ করে, আল্লাহ যেন এই সমস্যার উত্তম সমাধান করে দেন।