As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4650

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 23 Oct 2018

প্রশ্ন

মৃত ব্যক্তি কে গসল দেয়ালে কি নিজের গসল করতে হবে? সায়েখ কাজী মুহাম্মদ ইব্রাহীম থেকে সুনছি লাগবেনা। গায়ে কিছু লাগলে ধুয়ে নিলেই হবে। আবার কেউ বলে গসল করতে হবে। কুরআন সুন্নাহ কি বলে?

উত্তর

মৃত ব্যক্তিকে গোসল দিলে গোসল ফরজ হয় না। সুতরাং গোসল করার প্রয়োজন নেই। মৃত ব্যক্তিকে গোসল দিতে গিয়ে যদি কোন নাপকী শরীরে লাগে তাহলে সেটা ধুয়ে ফেলতে হবে।