As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4639

হালাল হারাম

প্রকাশকাল: 12 Oct 2018

প্রশ্ন

আসসালামুআলাইকুম। আপনাদের এখানে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় এই জন্য মহান আল্লাহ এর কাছে আপনাদের জন্য দোয়া করি। আমি যদি কোন বিলিং সফটওয়্যার তৈরি করি কোন হালাল ব্যবসার জন্য।সেখানে অনেক পণ্য এর ছবি যুক্ত করতে হয় যার বিপরীতে পন্যের তথ্য থাকে মূল্যসহ। যদি কোন পন্যের প্যাকেটে কোন মেয়ের ছবি থাকে কিন্তু পন্যটা হালাল তাহলে করনীয় কি?এই ক্ষেত্রে তো আমরা নিরুপায় কারণ একটা মুদী দোকানেও অনেক পন্য থাকে যেমন একটা সাবানের গায়েও মেয়েদের ছবি থাকে। সেক্ষেত্রে বিলিং সফটওয়্যারে পন্য যুক্ত করলে কি সফটওয়্যার বানানোর উপার্জন হালাল হবে?বিদ্রঃবিলিং সফটওয়্যার এর পণ্যগুলো শুধুমাত্র যে হিসাব নিকাশ করবে সে ই দেখতে পারবে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই ধরণের ক্ষেত্রে, যেখানে বাধ্য হয়ে এতটুকু করতে হয়, এক্ষেত্রে আশা করি উপার্জন হারাম হবে না। এই সব ছবির জন্য মূল কোম্পানী দায়ী থাকবে।