As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4627

যিকির দুআ আমল

প্রকাশকাল: 30 Sep 2018

প্রশ্ন

আমি নামাজ এ কখন দুয়া করবো? সিজদাহ্ করার সময়? নাকি নামাজ শেষ হবার সালাম ফেরানোর আগে? আমি কি তখন সবার জন্যই দুয়া করতে পারবো?

উত্তর

আপনি সাজদার সময় এবং সালাম ফেরানোর আগে দুই সময়ই দোআ করতে পারেন। কুরআন- হাদীসে বর্ণিত যে কোন দুআ আরবী ভাষায় মুখস্ত করে এই দুই সময় পড়তে পারেন। আপনি সবার জন্যই করতে পারবেন, তবে কুরআন-হাদীসে বর্ণিত আছে এমন দুআ করবেন। নামায শেষেও দুআ কতে পারবেন, তখন নিজ ভাষায় করতেও কোন সমস্যা নেই।