আপনি সাজদার সময় এবং সালাম ফেরানোর আগে দুই সময়ই দোআ করতে পারেন। কুরআন- হাদীসে বর্ণিত যে কোন দুআ আরবী ভাষায় মুখস্ত করে এই দুই সময় পড়তে পারেন। আপনি সবার জন্যই করতে পারবেন, তবে কুরআন-হাদীসে বর্ণিত আছে এমন দুআ করবেন। নামায শেষেও দুআ কতে পারবেন, তখন নিজ ভাষায় করতেও কোন সমস্যা নেই।