As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4621

সালাত

প্রকাশকাল: 24 Sep 2018

প্রশ্ন

মেরুদণ্ডের সমস্যার কারনে রুকু এবং সিজদাহ দিতে সমস্যা হলে নামাজ আদায়ের নিয়ম কি হবে? তবে দাঁড়াতে কোন সমস্যা হয় না।

উত্তর

যদি রুকু সাজদা দিতে সক্ষম না হয় কিন্তু দাঁড়িয়ে নামায পড়তে সক্ষম এমন ব্যক্তি দাঁড়িয়ে ইশারায় রুকু সাজদা দিয়ে নামায পড়া উত্তম। আর যদি বসে নামায পড়লে রুকু সাজদা দিতে সক্ষম হয় তাহলে বসে বসে রুকু সাজদা দিয়ে নামায পড়বে।