ইবনে আব্বাস রাঃ যে তাফসীরগুলো করেছেশ সেগুলো কী শতভাগ সহিহ?যেমন তাফসীর ইবনে কাসিরে যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে ইবনে আব্বাস হতে বর্ণিত সুগুলো?এ ছাড়া কী সে আয়াতগুলোর অন্য অর্থ হতে পারে?
উত্তর
কোন কোন আয়াতের একাধিক ব্যখ্যা বা শানে নুযুল থাকতে পারে। ইবনে আব্বাস রা. একটা অর্থ বা ব্যাখ্যা করেছেন, অন্য কোন সাহাবী বা সর্বজন গ্রহনযোগ্য কেন তাফসীরকারক অন্য ব্যাখ্যা করতে পারে। এর মানে এই নয় যে, একটা সঠিক আর আরেকটি বাতিল।