গণকের গণনা,জ্যোতিষর ভবিষ্যৎ বাণী এইসব ইসলামে সম্পূর্ণরূপে হারাম । বর্তমানে আবহাওয়ার যেই পূর্বাভাস গুলো দেওয়া হয়, সেগুলোও একপ্রকার ভবিষ্যৎ বাণীর মতো । এতএব এ সকল পূর্বাভাসে বিশ্বাস করা কি হারাম হবে না?
উত্তর
আবহাওয়ার পূর্বাভাস দেওয়া কিছুতেই গনকের ভবিষ্যৎবাণীর মতো নয়। আবহাওয়াবিদরা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে পরীক্ষা নিরিক্ষা করে পূর্বাভাস দেন। এবং এই পূর্বাভাসের কারণে এখন লক্ষ লক্ষ লোকের জীবন বাঁচানো সম্ভব হচ্ছে, সম্পদের ক্ষয়ক্ষতি কম হচ্ছে। আর গণকেরা শয়তানের কথার সাথে নিজেদের কথা মিলিয়ে সম্পূর্ণ আজগুবি তথ্য দিয়ে যাচ্ছে। তাদের তথ্যের কোন সোর্স নেই। এই ধরণের কথা বিশ্বাস করা সম্পূর্ণ শিরক।