As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4609

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 12 Sep 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম, তায়াম্মুম করার সঠিক পদ্ধতি কোনটি? একেক আলেম একেক ভাবে বলে। এটি নিয়ে কোন মতভেদ আছে নাকি? কেউ বলে কনুই পর্যন্ত মাসেহ করতে হবে আবার কেউ বলে কব্জি পর্যন্ত করলেই হবে। আসলে সঠিক পদ্ধতি কোনটি? দয়া করে উত্তর দিবেন। আল্লাহ্ আপনাদের উত্তম প্রতদান দান করুন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে দুই ধরণের কথায় আছে। যার কারণে ইমামদের মধ্যেও মতভেদ আছে এই মাসআলাতে। তবে কনুই পর্যন্ত মাসেহ করার মধ্যেই অধিক সতর্কতা নিহিত। এটা করলে উভয় মত অনুাযায়ী নিশ্চিতভাবে আপনার তায়াম্মুম হয়ে যাবে।