As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4606

বিবিধ

প্রকাশকাল: 9 Sep 2018

প্রশ্ন

আমরা জানি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোন কিছু উৎসর্গ করা নিষিদ্ধ। কিন্তু আমরা বইপত্রের দিকে লক্ষ্য করলে দেখি যে বেশিরভাগ সাহিত্যকর্ম মানুষের নামে উৎসর্গ করা। এমনকি আমি এমন কুরআন মাজীদও (অনুবাদ ও ব্যাখ্যাসহ) পেয়েছি যেখানে ব্যাখ্যাকারী তার পিতামাতার নামে উৎসর্গ করেছেন। এমনটি কি ঠিক নাকি নিষিদ্ধ?

উত্তর

আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা, মানত করা, ইবাদত করা নিষিদ্ধ। আর বইয়ে যে উৎসর্গ লেখা হয় এর দ্বারা উদ্দেশ্য হয় এই কাজের সওয়াব যেন তারা পায় অথবা তাদের স্বরণ করা উদ্দেশ্য, এট নিষিদ্ধ নয়।