আসসালামুআলাইকুম শায়খ, আমি মোহাম্মাদ জুবায়ের বাহাদুর আমি একজন ছাত্র উচ্চমাধ্যমিক এ পড়াশুনা করসি পড়াশুনার জন্য আমাকে প্রায়েই আসরের নামাজের পর বাসায় বসে পড়াশুনা করি, ছোটবেলা থেকে দাদী নানীর কাস থেকে শুনেছি আসরের নামাজের পর পড়াশুনা করা ঠিক না, ইসলাম ও সুন্নাহ এ বেপারে কি সমর্থন করে?
যাযাকাল্লাহ্ খাইরান