আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্। কুরবানির পশুর পা নিয়ে একটা রিতি চালু আছে, যে গরু পালবে, হাটে যাবে কাজ করবে গরুর দেখা শোনা করনে, সে কুরবানির পশুর পা (নেহারির অংশ) নিবে। আমরা হাদিস থেকে পাই, কুরবানির কোন কিছু/ অংশ পারিশ্রমিক হিসাবে দেয়া যায় না। এ বিষয়ে সঠিক মাসালা / নিয়ম টা কি? . ভুলা হলে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন। .