আমরা জানি সেজদায় বেশী বেশী দোয়া করতে বলা হয়েছে…এখন সিজদায় কি যেকোনো দোয়া করা যায়? যেমন- দোয়া ইউনুস, আরাফার দোয়া,দোয়া কুনুত ইত্যাদি এগুলো ও তো দোয়া….তাহলে এরকম দোয়া কি পড়া যাবে? সিজদায় কোন দোয়াগুলা পড়া যাবে আর কোন গুলা পড়া যাবেনা?
উত্তর
দোআ কুনুত বিতরে পড়বেন, আরাফার দুআ আরাফার মাঠে পড়বেন, বিপদ-আপদে দুআ ইউনুস পড়বেন। সাজদার মধ্যে প্রথমে তাসবীহ পাঠ করবেন। এরপর রাসূলুল্লাহ সা. সাজদার মধ্যে যেসব দুআ পছেছেন সেগুলো পড়বেন অথবা সেগুলোর অর্থের সাথে মিলে যায় কুরআন-হাদীস থেকে এমন দুআ পড়বেন। বিস্তারিত জাননে রাহে বেলায়াত বইটি দেখতে পারেন।