As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4574

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 Aug 2018

প্রশ্ন

দত্তক ছেলে কি আমার মাহরাম না? আমার এই ছেলে জানেই না। আর আমাদের ও কখনো দত্তক মনেই থাকে না। সেই দশ দিন বয়সে ওর জন্মদাতা মা সেচ্ছায় আমাদের কাছে দিয়ে গেছে ।

উত্তর

দত্তক ছেলে মাহরাম নয়। তার থেকে পর্দা করতে হবে। জন্মদাতা মা-ই কেবল মাহরাম। পালক মা নন। এইসব ক্ষেত্রে কোনভাবে দুধ সম্পক করে নেওয়া ভালো। যেমন, সেই ছেলে যদি দুধ খাওয়ার বয়সে আপনার কোন বোনের দুধ খেত তাহলে আর মাহরাম থাকতো না। বিস্তারিত জানতে 01734717299। (যে কোন দিন এশার পর। )