As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4573

অর্থনৈতিক

প্রকাশকাল: 7 Aug 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন বাজারে এখন ফ্রান্সের পন্য আছে এই পণ্য যদি তারা ব্যাক নিতে না চায় তাহলে ব্যবসায়ীরা কি করবে, কারন তারা টাকা দিয়ে পণ্য কিনেছে, ইসলাম এই বিষয়ে কি বলে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যারা আল্লাহ-রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের বয়কট করা আমাদর ঈমানী দায়িত্ব। সে হিসেবে ফ্রান্সের পণ্য বয়কট করা মুসলিমদের একান্ত কর্তব্য। এখন ক্রয়কৃত পণ্য তারা যদি ফেরৎ নিতে না চান তাহলে সেগুলো বিক্রি করলে আশা করি সমস্যা হবে না। কারণ পণ্য ক্রয়ের পর সেগুলো ক্রেতার পণ্য হয়ে গেছে, সেগুলো এখন আর মূলত ফ্রান্সের পণ্য নয়।