As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4570

হালাল হারাম

প্রকাশকাল: 4 Aug 2018

প্রশ্ন

আসসালামুআলাইকুম
আমাদের গ্রামে একটা নতুন মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রাথমিক অবস্থায় টিনের ঘর করে নামাজ আদায় করা হচ্ছে। মসজিদের সামনে সরকারী রাস্তার পার্শ্ববর্তী (অব্যবহৃত) জায়গা আছে। পাকা দালান করার সময় মসজিদের নিজস্ব জমির সাথে উক্ত সরকারী রাস্তার পার্শ্ববর্তী অব্যবহৃত জায়গায় মসজিদ নির্মান করা যাবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সরকারী জায়গাতে মসজিদ তৈরী করলে ভবিষ্যতে বিভিন্ন জটিলতা তৈরী হতে পারে। সুতরাং মসজিদের সামনে সরকারী রাস্তার পার্শ্ববর্তী (অব্যবহৃত) জায়গাতে মসজিদর নির্মানের দরকার নেই।