As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4563

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 Jul 2018

প্রশ্ন

আমার নানা ওয়ারিশ হিসাবে তার বাবার কাছে গ্রাম থেকে ৮০ শতাংশ জমি পান। তিনি তার চাকুরীর টাকায় মফস্বলে থাকার জন্য একটি ৪ তলা বাড়ি করেছিলেন, যেখানে বর্তমানে আমার মামা ও নানী থাকে এক ফ্লোরে আর বাকি ৩ ফ্লোর ভাড়া দেওয়া আছে। আমার নানা তার চাকুরীর পেনশনের ৫০ লক্ষ পাবেন। উল্লেখ্য যে, নানার এক স্ত্রী (আমার নানি), এক ছেলে (আমার মামা), এক মেয়ে (আমার মা)। প্রশ্নঃ গ্রামে ৮০ শতাংশ জমি আছে যেখানে ১০ শতাংশ যায়গায় ঘড়-বাড়ি করা, আর মফঃস্বলে ১টা ফ্লোরে মামার স্ত্রী সন্তান সহ নানি থাকে। এখন ভাগ বাটয়ারা হলে কি গ্রামে ১০ শতাংশ আর মফঃস্বলের বাড়ির ১ ফ্লোর বাদে- আমার নানি ১/৮ অংশ, মামা অবশিষ্ট ২/৩ অংশ, আমার মা অবশিষ্ট ১/৩ অংশ পাবে? নাকি পুরা সম্পত্তি ও টাকা থেকে সবাই পাবে?

উত্তর

পুরো সম্পত্তি ও টাকার ১/৮ আপনার নানী, এরপর যে সম্পত্তি বাকী থাকবে তার থেকে আপনার মামা ২/৩ আর আপনার মা ১/৩ পাবে। অর্থাৎ পুরা সম্পত্তি ও টাকা থেকে সবার মাঝে ভাগ হবে।