As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4560

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 25 Jul 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার কয়েকটি
প্রশ্নঃ১-শুধু সেজদায় (নামাজের সেজদায় নয়) আল্লাহ সুবাহানাতা লার কাছে কিছু চাইতে হলে বা দোয়া করতে হলে কি হামদ এবং দুরুদ পাঠ আবশ্যিক?
২-কেউ যদি মন থেকে কোনো ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করেন আর ওই ব্যাক্তি যদি ক্ষমা না করেন বা না করতে চান তাহলে ক্ষমাপ্রার্থীর করনীয় কি?
৩-ঘরে কোনো ব্যাক্তির ইমামতিতে তার পরিবার (স্ত্রী, বালেগ ছেলে ও বালেগ মেয়ে) সহ জামাতে নামাজ আদায় করেন তা-কি ঠিক আছ? আর এই অবস্থায় ইকামত কে দেবেন? কাতার বিন্যাস কি হবে?
৪-নামাজের সময় মেহমান এলে কি তাকে বসিয়ে রেখে বলা যাবে একটু অপেক্ষা করেন, আমি নামাজ আদায় আসছি। এটা রিয়া হবে কিনা? নামাজ বিলম্বিত করা যাবে কিনা- যদি ওয়াক্ত না থাকে? অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামাযের সাজদা বাদে শুধু সাজদা দিয়ে দুআ করার দরকার নেই। দুআর আগে হামাদ ও দরুদ পড়া খুবই গুরুত্বপূর্ণ তবে আবশ্যক না। ২। ক্ষমা না করলে ক্ষমাপ্রার্থীর উচিত অব্যাহতভাবে চেষ্টা করা যেন অন্যায়ের স্বীকার ব্যক্তি তার প্রতি সন্তুষ্ট হয়ে ক্ষমা করে দেন। ৩। কোন কারণের মসজিদে যেতে না পারলে ব্যক্তি তার স্ত্রী-সন্তানদের নিয়ে জামাত করতে পারে। প্রথম কাতারে ইমাম, দ্বিতীয় কাতারে, পুরুষরা এবং তৃতীয় কাতারে মহিলারা দাঁড়াবে। পুরুষ যে কেউ ইকামত দিবে। ৪। ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই মেহমানদের বসিয়ে নামায আদায় করতে হবে। আর মেহমানদের বিশেষ সমস্যা না হলে নামাযের সময় হলেই নামায আদায় করে নিতে হবে।