As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4552

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 17 Jul 2018

প্রশ্ন

জানাযায় সালাতের নিষিদ্ধ কোন স্থান আছে কি? আমাদের এখানে কয়েক জন বলতেছে কবরস্থানে কোনো সালাত নেই তাই জানাযার সালাত কবরস্থানে হবে না।

উত্তর

কবরস্থানে জানাযার সালাত আদায় করতে কোন অসবিধা নেই। যে কোন পবিত্র জায়গায় জানাযার সালাত আদায় করা যায়।