আমি বডি স্প্রে এর এলকোহল নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি। অনেক রকমের মত পেয়েছি। কেউ বলেন এলকোহল যুক্ত বডি স্প্রে ব্যবহার করে জায়েজ যেহেতু এলকোহল টি প্রিজারভ করার জন্য ব্যবহার কয়। কেউ বলে নাজায়েজ। কেউ বলেছে একটা % আছে যেটার উপরে বডি স্প্রে তে বিদ্যমান থাকলে তা নাজায়েজ। আসলে সঠিক মাসায়েল জানতে চাচ্ছিলাম। এমন বডিস্প্রে এর জন্য কাপড় নাপাক হবে?