As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4543

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 Jul 2018

প্রশ্ন

হুজুর আশা করি ভাল আছেন। হুজুর আমি একজন সৌদিয়া প্রবাসী।আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। যদি উত্তর দেন তাহলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকিব। । প্রশ্ন, আমি একজন এতিম মেয়েকে ভালবাসি, মেয়েটাকে তার বর্তমান মা বাবা একদম ছোট কাল থেকে লালন পালন করে বড় করছে। এখন যদি আমি ওই মেয়েকে বিবাহ করতে যায় তাহলে কাবিননামাতে কি তার আসল মা, বাবার নাম দিতে হবে নাকি বর্তমান মা, বাবার। । ওনারা কিন্তু কেউ তার আসল মা বাবার নাম জানেনা। । হুজুর দয়া করে উত্তরটা দিবেন।আপনার উত্তরের অপেক্ষায় থাকব। আসসালামু আলাইকুম

উত্তর

আসল বাবা-মায়ের নাম জানা থাকলে তাদরে নামেই দিতে হবে। তাদেন পরিচয় জানা না থাকলে পালক পিতা-মাতার নাম আইনি জটিলতা এড়াতে দেওয়া যেতে পারে। সমস্যা হবে না ইনশাআল্লাহ।