As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4542

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 7 Jul 2018

প্রশ্ন

আসসলামুয়ালাইকুম, আমার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিলো এবং হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্যে এখন তাকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমার ইনকাম এই মুহুর্তে স্থিতিশীল নয় এবং এজন্যে খুব অল্প পরিমাণে (মাত্র ১০ হাজার টাকা) দেন মোহর দিতে চাচ্ছি। মেয়ে এতে রাজি হলেও পারিবারিক এবং সামাজিক স্ট্যাটাসের কথা চিন্তা করে রেজিস্ট্রির সময় সেটা ৭ লক্ষ টাকা লিখতে বলছে। কিন্তু আমি বাকিতে মোহর দিতে অথবা বাসর রাতে মাফ চেয়েও নিতে চাচ্ছি না। পরবর্তীতে, আমরা দুজন একটি উপায় বের করি যে, আমি ৭ লক্ষ টাকার চেক দিব এবং সে সেটা ব্যাংকে জমা না দিয়ে ছিড়ে ফেলবে। তাতে করে আমার মোহর তাকে দেওয়া হয়ে গেলো, সামাজিকতা ও রক্ষা হলো, আবার আমার উপর চাপ ও পরল না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এভাবে কি মোহর আদায় এবং বিয়ে হয়ে যাবে?
কোনোভাবে এটি কি আল্লাহর নির্দেশের সাথে সাংঘর্ষিক?
আমি কোনোভাবেই আল্লাহর বিরুদ্ধে কৌশলকারিদের অন্তর্ভুক্ত হতে চাই না। এবং আমার জন্যে দোয়া করবেন আল্লাহ্ যে হেদায়েত আমাকে দিয়েছেন সেটি যেনো তিনি অনন্তর বাড়িয়ে দেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১০ হাজার টাকাতেই মোহর আদায় হযে যায়। তবে যেহেতু সাত লক্ষ লিখেছেন। এখন ৭ লাখই মোহর হিসেবে ধর্তব্য। স্ত্রী যদি তার টাকা না নিয়ে আপনাকে ক্ষমা করে দেন তাহলেই আপনাকে আর টাকা দিতে হবে না, বাসর রাতে মাফ চাওয়া আবশ্যক নয়, যে কোন সময় মাফ চাইলেই হবে, মাফ না চেয়ে মাফ করলেও হবে। । চেক ছেড়ার কোন দরকার নেই। আর চেক ছিড়লেই ৭ লাখ টাকা আপনি আদায় করেছেন বলে ধর্তব্য হবে না। বিয়ে হয়ে যাবে। মোহরের জটিলতা বিয়ের ক্ষেত্রে কোন সমস্যা করবে না, তবে অধিকাংশ আলেমের মতে অভিভাবক ছাড়া মেয়েদের বিবাহ সহীহ হয় না।