As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4538

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 Jul 2018

প্রশ্ন

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহে বারকাতুহু আমার নাম হচ্ছে রায়হান বাদশা মাদ্রাসার হুজুর পরীক্ষার ফরম ফিলাপের সময় এই নামটা লিখে আমার বাবা দেওয়া নাম হচ্ছে মোঃ আবু রায়হান সোহাগ বাবু আল-বিরুনী আমি এখন সব সার্টিফিকেটের রায়হান বাদশা আছে আজকে এক কলিগ বলতেছে আমাকে বাদশা নাম নাকি হারাম এখন আমার করনীয় কি

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার ঐ সহকর্মীর কথা সঠিক নয়। বাদশাহ নাম রাখা হারাম নয়। তবে অহংকার বুঝায় এমন কোন নাম না রাখা উত্তম।