As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4530

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 25 Jun 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি মোঃ কামরুজ্জামান। আমার একটি প্রশ্ন হল আমি নিজে যদি জানাযার নামাজের ইমাম হই তাহলে কি আরবি নিয়ত এ আনা ইমা মুল্লিমান হাদারা ওই মাইইয়াহদুরু বলতে হবে
আর নিয়তটা কিভাবে করব মুখে নাকি অন্তরে?
দয়া করে জানাবেন, জাজাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিয়ত হলো হৃদয়ের বিষয়। আপনি ইমামতি করছেন মনের ভিতর এটা থাকলেই হবে। মুখে কিছু বলতে হবে না।