As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4523

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 Jun 2018

প্রশ্ন

প্রশ্নঃআমি ১ লক্ষ টাকা দিয়ে ২০ কাটা জমি ১বছরের জন্য নিববন্ধকারে। ১ বছর ঐ জমির ফসল খেতে পারব। যদি সে আমাকে ১বছর পর ঐ টাকা ফেরত দিতে পারে তাহলে সে জমি ফেরত পাবে তা নাহলে সে জমি আবার ১বছর আমি খেতে পারব। যদি সে টাকা না দিতে পারে এ ভাবে চলবে। এটা কী জায়েজ হবে?

উত্তর

না, এটা জায়েজ হবে না। আপনি কোন ফসল খেতে পারবেন না। ফসল যা খাবেন তার টাকা দিতে হবে। বিস্তারিত জানতে আমাদের দেয়া 3004 নং প্রশ্নের উত্তর দেখুন।