As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4514

সালাত

প্রকাশকাল: 9 Jun 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ সালাতের ১ম বৈঠক অর্থাৎ তাশাহুদ ও শেষ বৈঠকে শাহাদাত আঙ্গুল উপরে নিচে নড়াচড়া করা সুন্নাত। আমি জানতে চাই শেষ বৈঠকের একেবারে সকল মাসনূন দোয়া শেষ হওয়া পর্যন্ত শাহাদাত আঙ্গুল উপরে নিচে নড়াচড়া করতে হবে নাকি কোন পর্যন্ত শাহাদাত আঙ্গুল উপরে নিচে নড়াচড়া করতে হবে? একটু বিস্তারিত জানালে উপকৃত হতাম। জাযাকাল্লাহু খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই বিষয়ে হাদীসে কিছু উল্লেখ নেই। পুরো বৈঠকে ইশারা করতে পারেন। এই বিষয়ে আরো জানতে দেখুন আমাদের দেয়া 0249 নং প্রশ্নের উত্তর।