As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4507

সালাত

প্রকাশকাল: 2 Jun 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম, মসজিদে এসি চলে, ফ্যান বন্ধ থাকে যার কারনে মসজিদে পিন ড্রোপ সাইলেন্ট অবস্থা বিরাজ করে । তখন নি:শব্দ রাকাআতে সূরা ফাতিহা, রুকু, সিজদার তাসবিহ এবং আত্তাহিয়্যাতু এতো আস্তে পড়তে হয় যে ع এবং ح এর সঠিক উচ্চারন বেশ কষ্টসাধ্য হয় । অনেকক্ষেত্রে হয়তো সঠিকভাবে উচ্চারিত হয় না, আর শুধু ঠোট নাড়িয়ে ع এবং ح এর উচ্চারন করা সম্ভব নয় । মোট কথা শুদ্ধভাবে তাজবিদসহ উচ্চারন করা বেশ কঠিন । এখন করনীয় কি? যদি ع এবং ح এর উচ্চারন উপরে উল্লেখিত স্থানে সঠিকভাবে না হয় তাহলে কি সালাত নষ্ট হয়ে যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।এসি মসজিদে ع এবং ح উচ্চারণ করা কেন যায় না, আমার বোধগ্যম্য নয়। এরম কথা তো পরিচিত কারো থেকে কোন দিন শুনি নি। আমি নিজেও মাঝে মধ্যে এসি মসজিদের সালাত আদায় করি, এরকম সমস্যা কোন দিন হয় নি। মনে হচ্ছে এটা আপনার মানসিক সমস্যা। আপনি স্বাভাবিকভাবে তেলাওয়াত করবেন, কোন চাপ নিতে যাবেন না।