আসসালামু আলাইকুম, মসজিদে এসি চলে, ফ্যান বন্ধ থাকে যার কারনে মসজিদে পিন ড্রোপ সাইলেন্ট অবস্থা বিরাজ করে । তখন নি:শব্দ রাকাআতে সূরা ফাতিহা, রুকু, সিজদার তাসবিহ এবং আত্তাহিয়্যাতু এতো আস্তে পড়তে হয় যে ع এবং ح এর সঠিক উচ্চারন বেশ কষ্টসাধ্য হয় । অনেকক্ষেত্রে হয়তো সঠিকভাবে উচ্চারিত হয় না, আর শুধু ঠোট নাড়িয়ে ع এবং ح এর উচ্চারন করা সম্ভব নয় । মোট কথা শুদ্ধভাবে তাজবিদসহ উচ্চারন করা বেশ কঠিন । এখন করনীয় কি? যদি ع এবং ح এর উচ্চারন উপরে উল্লেখিত স্থানে সঠিকভাবে না হয় তাহলে কি সালাত নষ্ট হয়ে যাবে?