As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4499

সালাত

প্রকাশকাল: 25 May 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
তাশাহুদের বৈঠকে দোয়া মাসুরা পড়ার পরে জাহান্নামের আজাব থেকে কবরের আজাব থেকে দাজ্জালের ফিতনা এবং জীবন-মৃত্যুর ফেতনা থেকে যে দোয়াটা আছে এটা কি পড়া যাবে?
মানে তাশাহুদেরবৈঠকে একের অধিক দোয়া করা যায়? বিস্তারিত বললে উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, সালাতের শেষ বৈঠকে দরুদ শরীফ পড়ার পর কুরআন-হাদীসে বর্ণিত একধিক দুআ পড়া যাবে।