আসসালামুয়ালাইকুম আউয়াল অয়াক্ত হয়ে গেলে যেমন যোহর এর সময় হয় বারোটা বাজার কিছু পড়। তাহলে আমি কি এক্টা বাজার আগে অর্থাত আউয়াল অয়াক্তে বারটার পড়, এক্টার আজানের আগে আউয়াল অয়াক্ত হলে আজান না হলে নামাজ পড়তে পারব
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। যোহরের ফরজ সালাত আপনি মসজিদে জমাতে পড়বেন। যে এলাকায় যখন জামাত হয়, তখন পড়বেন। তবে ওয়াক্ত আসার পর ঐ ওয়াক্তের সুন্নাত সালাত পড়তে পারেন।