আসসালামু আলাইকুম, আমার এক বন্ধু কোচিং এর শিক্ষক (২২/২৩) ক্লাসের ফাকে অনেক ধর্মীও নিয়ে কথা বলে। তাতে এক হিন্দু মেয়ে( নবম-দশম শ্রেণি) ইসলামের প্রতি অনুরক্ত হয় এবং সে পরে ইসলাম গ্রহন করে। পরে দুজনই একে অপরের প্রতি দুর্বল হয় ( যদিও সেটা ঠিক হইনি)। আমার বন্ধু ঐ মেয়েকে মুসলমান( গোপনে) করে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং মেয়েটিও তার প্রস্তাব গ্রহন করেছে; এমতবস্তায় তারা গোপনে বিয়ে করবে বলে প্রস্তুতি নিচ্ছে । ছেলে মেয়ের কোন অভিভাবক ই বিষয়টা জানে না, শুধুমাত্র ছেলের কয়েকজন বন্ধু আমরা ছাড়া আর কেউ জানে না। ছেলে মেয়ে দুজনেরই এমন শঙ্কা আছে যে, বিয়ে ছাড়া তারা থাকতে পারবে না অথবা পাপে জড়ানোর সম্ভবনা আছে । এখন বিয়ে করে পরে তাদের সুবিধা মত সময় তারা বিষয়টি প্রকাশ করবে। এমতবস্তায় তাদের বিয়ে করা বা না করা কোনটা অধিক শরিয়ত ও যুক্তি সম্মত হবে আশাকরি আপনার মূল্যবান উত্তর দিয়ে আমাকে বাধিত করবেন? ( দয়া করে একটু বিস্তারিত জানাবেন )