As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4485

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 11 May 2018

প্রশ্ন

আমার বাবা মা আমার বউ কে পছন্দ করে না।তার কারণ হলো আমার বউ এর বাবার টাকা পয়সা কম ।এছাড়া আমার থেকে আমার বড়ো ভাই এর টাকা ইনকাম বেশি। তাই আমার বাবা, ও মা সবসময় মানুষের কাছে আমাদের নামে গীবত করে।আমার বাবা তার সম্পত্তি আমার বড় বোন ও আমার বড় ভাই কে দিতে চাই আমাকে বাদ দিয়ে। তারা সবসময় আমার বউ কে মানসিক ভাবে নিয্যাতন করে ও আমাকে মানুষিক টেনশন দিয়ে থাকে। আমার কি করো নিও।

উত্তর

আপনার ভাষ্য অনুযায়ী বুঝা যাচ্ছে, আপনার বাবা-মা উভয়ে নিকৃষ্ট চরিত্রের। আপনার ইনকাম কম হলে তো আপনারই বেশী দেওয়া উচিত। আর বিয়ে দেয়ার সময় কেন দরিদ্র ঘরে আপনাকে বিবাহ দিলো। যাই হোক, আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। তাদের প্রতি আপনার দায়িত্ব পালন করবেন। আর আপনার স্ত্রীকে বলবেন, তাদের থেকে দূরে থাকতে, তাদের মিথ্যা কথার দিকে কান না দিতে। যদি জমি সত্যই পাওনা মত না দেয় তাহলে আপনি আপনার অন্যান্য আত্নীয় ও স্থানীয় মেম্বর ও চেয়ারম্যানদের মাধ্যমে বিষয়টি ফয়সালা করার চেষ্টা করবেন। সর্বশেষ আইনের আশ্রয়ও নিতে পারেন। আর সবচেয়ে কার্যকর উপায় হলো সর্বদা দুআ করা। আল্লাহর কাছে সকল সালাতের পর নিজ ভাষায় এই জুলুম থেকে উদ্ধার করার জন্য দুআ করবেন। অঅর বেশী টেনশন করবেন না। আপনি আল্লাহকে ভয় করে চলুন, আল্লাহ আপনার সকল সমস্য দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩। আমরাও আপনাদের জন্য দুআ করে, আল্লাহ যেন এই সমস্যার উত্তম সমাধান করে দেন।